দেশজুড়ে

নওগাঁর আত্রাইয়ে ১২টি পেট্রলবোমাসহ আটক ৩

নওগাঁর আত্রাইয়ে ১২টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার জাত আমরুল জিয়ানীপাড়া গ্রামে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ  ৩জনকে আটক করেছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,  ভোর রাত ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জিয়ানীপাড়া গ্রামের একটি পরিত্যক্ত গোয়াল ঘরের পাশ থেকে ১২টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহজনক ভাবে ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।আটকৃকতরা হলো- উপজেলার জাত আমরুল গ্রামের আকবর আলীর ছেলে সাইফুল ইসলাম, মৃত নওসের আলীর ছেলে বাবুল হোসেন ও মৃত জয়নাল আবেদীনের ছেলে বদর উদ্দিন।এসএইচএ/এমএস