আমাদের দেশের আনাচে-কানাচে ছড়িয়ে আছে অনেক প্রাকৃতিক সৌন্দর্য। পরিবেশ রক্ষার পাশাপাশি তা দর্শনীয় বস্তুতেও পরিণত হয়েছে। তেমনই একটি প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রাচীন সূর্যপুরী আমগাছ। সময় পেলে একনজর দেখে আসতে পারেন গাছটি।অবস্থানঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারী সীমান্তের মণ্ডুমালা গ্রামে আমগাছটির অবস্থান।ইতিহাসধারণা করা হয়, আমগাছটি এশিয়ার সর্ববৃহৎ আমগাছ। প্রায় আড়াই বিঘা জমির উপর বিদ্যমান আমগাছটির বয়স প্রায় ২০০ বছরেরও বেশি।বিবরণসূর্যপুরী ঠাকুরগাঁওয়ের বিশেষ একটি আমের জাত। সুস্বাদু, সুগন্ধী, রসালো আর ছোট আঁটির আমের জাতটির অন্যতম বৈশিষ্ট্য। গাছটির উচ্চতা আনুমানিক ৮০-৯০ ফুট। আর পরিধি ৩৫ ফুটের কম নয়। মূল গাছের ৩ দিকে ১৯টি মোটা ডাল বের হয়ে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে আছে।প্রবেশ মূল্যআমগাছ দেখতে প্রবেশে জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছে। প্রবেশ মূল্য জনপ্রতি ১০ টাকা।কীভাবে যাবেন ঠাকুরগাঁও শহর থেকে বাসে বালিয়াডাঙ্গি নামবেন। পৌঁছতে সময় লাগবে ১ ঘণ্টা। ভাড়া নেবে জনপ্রতি ২০ টাকা। বালিয়াডাঙ্গি নেমে অটোরিকশা নিতে হবে। ভাড়া জনপ্রতি ৩০ টাকা। রিজার্ভ নিলে অন্য হিসাব। যেতে সময় লাগবে আরও এক ঘণ্টা।এসইউ/আরআইপি