দিনাজপুর শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষায় জেলাভিত্তিক ফলাফলে রংপুর এগিয়ে রয়েছে। রংপুর জেলায় ১৮ হাজার ৭৪০ পরীক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ৩৪ জন উত্তীর্ণ হয়। পাসের ৯৬ দশমিক ২৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪৭৬ জন।গাইবান্ধা জেলা দ্বিতীয় স্থানে রয়েছে। গাইবান্ধা জেলায় ১৪ হাজার ৫৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৮৫১ জন উত্তীর্ণ হয়। পাশের ৯৫ দশমিক ২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৯৩ জন। তৃতীয় স্থানে রয়েছে ঠাকওরগাঁও জেলা। ঠাকুরগাঁও জেলায় ১০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৪৭৫ জন উত্তীর্ণ হয়। পাসের ৯৩ দশমিক ৩০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৮ জন।নীলফামারী জেলায় ১২ হাজার ৭৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৭২৮ জন উত্তীর্ণ হয়। পাসের ৯২ দশমিক ০৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৯৭ জন।কুড়িগ্রাম জেলায় ১২ হাজার ৪১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৫০৯ জন উত্তীর্ণ হয়। পাসের ৯২ দশমিক ৭০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন।লালমনিরহাট জেলায় ৮ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৪৮ জন উত্তীর্ণ হয়। পাসের ৯০ দশমিক ৪৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬৮৩ জন।দিনাজপুর জেলায় ২০ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ৩ জন উত্তীর্ণ হয়। পাসের ৮৭ দশমিক ৯৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৩৩ জন।এ ছাড়া পঞ্চগড় জেলায় ৭ হাজার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৪৯৬ জন উত্তীর্ণ হয়। পাশের ৯২ দশমিক ৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬০১ জন।এমদাদুল হক মিলন/এএম/জেআইএম