নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক গ্রুপ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় লাভ করেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১১ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকয়টি পদেই জয়ী হয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বেলা ১টা পর্যন্ত। বিকেলে হাজি মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন। এ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিঞা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন। বিজয়ী অন্য শিক্ষকরা হলেন- সহ-সভাপতি পদে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, যুগ্ম সম্পাদক পদে ব্যাবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাসুম মিঞা, কোষাধ্যক্ষ পদে আইআইটি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান ভুইয়া, প্রচার সম্পাদক পদে কৃষি বিভাগের সহকারী অধ্যাপক সোহরাব হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মিজানুর রহমান, সদস্য পদে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ভক্ত সুপ্রতিম সরকার, কম্পিউটার সাইন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাহিদা আক্তার, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল্লাহ আল মামুন এবং ফার্মেসী বিভাগের প্রভাষক রিতা ভট্ট। মিজানুর রহমান/আরএআর/পিআর