খেলাধুলা

পাকিস্তানে খেলতে যাবে জিম্বাবুয়ে ও আরব আমিরাত

পাকিস্তানের মাটিতে খেলতে আগ্রহ প্রকাশ করেছে জিম্বাবুয়ে ও আরব আমিরাত। আজ দেশটির অনলাইন পত্রিকা পাকিস্তান ট্রাইব এই খবর প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে ২০০৯ সালে শ্রীলংকার ক্রিকেট বাসের উপর হামলার পর এই প্রথম কোন দল পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে রাজি হয়েছে। আরব আমিরাতের কোচ আকিব জাভেদ নিজের টিমকে বিশ্বমানের দল হিসেবে গড়ে তুলতে পাকিস্তানের সবুজ মাঠে নিয়ে আসতে চান। তিনি বলেন, পাকিস্তানের মাঠ পেস বোলারদের জন্য দারুণ সুযোগ।পাশাপাশি, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সাথে শীঘ্রই আলাপ আলোচনা সেরে বিশ্বকাপের পরপরই একটি সিরিজ আয়োজন করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রসঙ্গত, বিশ্বকাপের পর পরই বাংলাদেশ সফর করার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। তবে এই সফরটি নিয়ে বেশ দোদুল্যমনতা তৈরী হয়েছিল আগেই। গত অক্টোরে যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান বাংলাদেশ সফরে এসে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছিলেন, তখন। পিসিবি চেয়ারম্যান বাংলাদেশ সফর নিয়ে আগেই যেসব শর্ত জুড়ে দিয়েছিলেন, সেগুলো হলো- এই সিরিজ থেকে অর্জিত লভ্যাংশের ৫০ শতাংশ তাদের দিতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ‘এ’ দল এবং অনুর্ধ্ব-১৯ দলকে পাকিস্তান সফরে পাঠাতে হবে। এইসব বিষয়ে মিটমাট না হওয়ায় বাংলাদেশ সফরটি বাতিল করেছে পাকিরা। এদিকে চলতি বছরের ডিসেম্বরে প্রায় ৮ বছর পর সিরিজ খেলতে ভারত যাবে পাকিস্তান। এলএ/পিআর