গণমাধ্যম

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাঞ্ছারামপুর ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান সৈয়দ শরীয়ত রসুল (৭৬) আর নেই। শুক্রবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।প্রয়াত সৈয়দ শরীয়ত রসুলের ছেলে সৈয়দ ওসমান জানান, আজ বাদ আছর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের বাড়িতে মরদেহের নামাজের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।সৈয়দ শরীয়ত রসুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাঞ্ছারামপুর প্রেসক্লাব ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ।আজিজুল সঞ্চয়/এফএ/পিআর