আমেরিকান মডেল সারা স্টেজ। বর্তমানে তিনি গর্ভবতী। তাই সবধরণের কাজ থেকে দূরে আছেন। তবে রাতারাতি তিনি নিজেকে বিশ্বব্যপি আলোচনায় নিয়ে এসেছেন গর্ভাবস্থায় সিক্স প্যাক তৈরি করে সেই দেহের সৌন্দর্য সেলফিতে প্রকাশ করে। ৮ মাসের গর্ভবতী এ মডেল তার সিক্স প্যাক অ্যাবসের ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন। এ ছবিতে বিভিন্ন পোজে দেখা যায় তাকে। এ মডেলের পোস্ট করা ছবি নিয়ে বইছে তীব্র সমালোচনার ঝড়। সমালোচনা করে অনেকেই বলছেন, এই ছবির তরুণী মায়েদের অস্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে পারে। এ প্রসঙ্গে ৩০ বছর বয়সি মডেল সারা বলেছেন- ‘আমি একজন এক্সপার্টের দিক নির্দেশনায় সিক্স প্যাক তৈরি করেছি।’কথা হলো, সিক্স প্যাক, এইট প্যাক-সব প্যাকই তিনি তৈরি করতে পারেন। কিন্তু সেটা সবার সামনে প্রকাশ করে কোন বার্তা দিলেন তিনি?এলএ/পিআর