দেশজুড়ে

মেহেরপুরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর মাঠের রাস্তা থেকে মনির হোসেন (২৭) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি শার্টারগান, দুই রাউন্ড কার্তুজ, দুটি বোমা, দুটি রাম দা ও লাইলোনের রশি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গাংনী থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। তিনি পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী বলে জানায় পুলিশ।  গ্রেফতার মনির হোসেন গাংনী উপজেলার কসবা পশ্চিম পাড়ার ওসমান মোল্লার ছেলে। গাংনী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ জানান, মনির হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তিনি ও তার দলের লোকজন গাংনী- হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর মাঠে আজ ভোরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ধরা পড়েন মনির। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলাসহ মনির হোসেনকে মেহেরপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মনিরের নামে মুজিবনগর থানায় ডাকাতি ও বোমা বিস্ফোরণ, সদর থানায় দ্রুত বিচার আইনে ও গাংনী থানায় একটি হত্যা মামলা রয়েছে। এফএ/পিআর