মুম্বাই হামলার অভিযোগে প্রধান অভিযুক্ত লস্কর ই তৈয়বা প্রধান জাকিউর রহমান লাখভিকে জামিন দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। একই সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারকে তলব করেছে দেশটি। এছাড়া এ খবরকে কেন্দ্র করে রাজ্যসভা উত্তপ্ত হয়ে উঠেছে। খবর প্রেস টিভি।খবরে বলা হয়, শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট লাখভিকে জামিন দেয়। হাইকোর্ট জানায়, লাখভিকে কারাগারে রাখা বেআইনি। তাই অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক।পাকিস্তানের আদালতের এ রায়ের সমালোচনা করে রাজ্যসভায় সদস্যরা বলেন, মুম্বাই হামলায় অভিযুক্তদের শাস্তি দিতে পাকিস্তান প্রতিশ্রুতি ভঙ্গ করছে। সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কইয়া নাইডু বলেন, যদি পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে চায় তাহলে লাখভিকে ভারতের হাতে তুলে দিতে হবে।বিজেপি নেতা সুব্রমনিয়াম স্বামী বলেন, পাকিস্তানের সঙ্গে আলাপ আলোচনায় কোনো ফায়দা হবে না। এবার পাকিস্তানের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করার প্রয়োজন, তাহলে কিছু সমাধান হতে পারে।এদিকে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বাসিতকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়। পরে তিনি সাংবাদিকদের জানান, জামিন মঞ্জুর হলেও বিচার চলছে। আইনকে তার নিজের গতিতে চলতে দিন।উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী লাখভি। ঘটনার পরের মাসেই ৭ ডিসেম্বরে গ্রেফতার হন তিনি। এর পর থেকে তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি রয়েছেন। এএইচ/পিআর