হোবার্টের বেলরিভ ওভালে পুল ‘এ’র নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্কটল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে স্কটিশদের সংগ্রহ ২৫ রান।আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও, জয় নিয়েই গ্রুপ পর্ব শেষ করতে চায় অজিরা। অন্যদিকে, টুর্নামেন্টে এখন পর্যন্ত জয়ের মুখ না দেখা স্কটিশদের সামনে রয়েছে চমক সৃষ্টির সুযোগ।অস্ট্রেলিয়া একাদশ: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ব্রাড হাডিন, মিচেল জনসন, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স ও জেমস ফকনার।স্কটল্যান্ড একাদশ: ক্যালাম ম্যাকলউড, কাইল কোয়েটজার, ফ্রেডি কোলম্যান, ম্যাট মাচান, প্রেস্টন মমসেন (অধিনায়ক), রিচি বেরিংটন, ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), জশ ডেভি, মিচেল লেস্ক, ওয়ার্ডল ও রব টেইলর।এমআর/আরআইপি