নীলফামারী জেলার পিডিবির প্রায় ৪০ হাজার গ্রাহক শুক্রবার সকাল আটটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। এতে করে বিদ্যুৎ নির্ভর নিত্যদিনের কাজকর্মে ব্যাঘাতসহ গ্রাহকরা চরম দুর্ভোগের শিকার হন। জেলার সৈয়দপুর গ্রিডে সংস্কার কাজের কারণে এমনটি ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।শহরের সবুজপাড়া মহল্লার গৃহিণী মঞ্জুয়ারা বেগম (৪৫) বলেন, সকাল থেকে বিদ্যুৎ না থাকার কারণে রান্না-বান্না করা যাচ্ছে না। পানির পাম্প চালানো যাচ্ছে না। এতে করে ভোগান্তিতে পড়তে হয়েছে। একাধারে দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রেখে কাজ করতে হবে কেন? প্রয়োজনে বিরতি দিয়ে দুই তিনদিনে কাজ করলে সমস্যাটা কম হতো।শহরের বাড়াইপাড়া মহল্লার গ্রাহক একরামুল হক (৪০) বলেন, বিদ্যুৎ ছাড়া এখন কোনো কাজই হয় না। আমরা সবাই বিদ্যুৎনির্ভর হয়ে পড়েছি। টানা এতো সময় সাধারণত বিদ্যুৎ থাকে না। মেরামত কাজে এতো সময় নেবে কেন?বাবুপাড়া মহল্লার স্কুল শিক্ষক লীনা দে বলেন, বিদ্যুৎ নেই, জ্বালানির গ্যাস শেষ হয়ে গেছে, শুক্রবার দোকান বন্ধ, গ্যাস সিলিন্ডার সংগ্রহ করা যাচ্ছে না। পানি ওঠাতে পারছি না। এ বিষয়ে নীলফামারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ সরকার জাগো নিউজকে বলেন, গ্রিড এনুয়াল মেইনটেনেন্স কাজের জন্য সৈয়দপুর গ্রিড শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়। তারা সকাল ৮টায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেন। প্রতি বছর একবার করে এই সংস্কার কাজ করতে হয়। তিনি জানান, জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, ও নীলফামারী সদরে পিডিবির প্রায় ৪০ হাজার গ্রাহক রয়েছে।জাহেদুল ইসলাম/আরএআর/এমএস