খেলাধুলা

টেলরের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের সংগ্রহ ২৮৭

পুল `বি` তে নিজেদের শেষ ম্যাচে টেলরের সেঞ্চুরির উপর ভর করে ভারতের বিপক্ষে ২৮৭ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামা টেলর করেন ১৩৮ রান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় বোলিং তোপে বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবুয়ে। ৩৩ রানে তারা হারিয়ে ফেলে ৩ উইকেট। ওপেনার সিবান্দা ও মাসাকাদজা দলীয় ১১ ও ১৩ রানে সাজ ঘরে ফিরে যান। তৃতীয় উইকেট হারায় ৩৩ রানে। এরপর চতুর্থ উইকেটে উইলিয়ামস ও টেলর ৯৩ রানের জুটি গরে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠেন। উইলিয়ামস দ্রুতই তুলে নেন হাফ সেঞ্চুরি। আশ্বিনের বলে আউট হওয়ার আগে ৫৭ বলে ৫০ রান করেন উইলিয়ামস। এরপর ক্রেইগ আরভিনকে সাথে নিয়ে ১০৯ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায় টেলর। শেষ দিকে সিকান্দার রাজা ১৫ বলে ২৭ রান করলে নির্ধারিত ৪৮.৫  ওভারে  উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ২৮৭ রান। ভারতের পক্ষে সামি, উমেষ যাদব আর মোহিত শর্মা নেন ৩টি করে উইকেট।  এমআর/এমএস