রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে ৭ জনের মধ্যে বিএনপি’র ৩ ও ৪ জন জামায়াতের।ডিএমপির গণমাধ্যম শাখার এসিস্ট্যান্ট কমিশনার রবিউল আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান অবরোধ ও হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।জেইউ/এআরএস/আরআইপি