সিরাজগঞ্জের এনায়েতপুরে জোয়ার্দ্দার আবাসিক হোটেল থেকে অজ্ঞাতনামা (৪৮) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার রাত ৯টার দিকে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন জোয়ার্দার আবাসিক হোটেলের নীচতলা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হালিম জানান, রাতে জোয়ার্দ্দার হোটেলের নিচতলায় ওই নারীর মরদেহ দেখতে পেয়ে হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।তিনি আরও জানান, গত বৃহস্পতিবার রাতে আব্দুর রহিম নামে এক ব্যক্তি স্ত্রী পরিচয় দিয়ে ওই নারীকে নিয়ে জোয়ার্দার হোটেলে উঠেছিলেন। হোটেল রেজিস্ট্রারে তার বাবার নাম এখলাস উদ্দিন ও ঠিকানার স্থানে শুধু বাহারা মোকসেদপুর লেখা হয়। তবে ওই নারীর নাম পরিচয় রেজিস্ট্রারে লেখা হয়নি। ধারণা করা হচ্ছে ওই নারীকে রাসায়নিক দ্রব্য পান করে শ্বাসরোধে হত্যার পর স্বামী পরিচয়দানকারী আব্দুর রহিম পালিয়েছে। হোটেলের রেজিস্ট্রারেও আব্দুর রহিম ভুল ঠিকানা ও ভুয়া মোবাইল নম্বর দিয়েছিলেন।ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/এমএস