ঘন কুয়াশায় কারণে শুক্রবার রাত দেড়টা থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে একই কারণে মাঝ পদ্মায় পণ্য ও যাত্রীবাহী প্রায় ২ শতাধিক যানবাহন নিয়ে আটকা রয়েছে ৯টি ফেরি। পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় ৪শ যানবাহন। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক গিয়ানউদ্দিন পাটোয়ারী জানান, রাত দেড়টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ও ফেরিতে থাকা বিকন বাতি পথ দেখাতে অক্ষম হয়ে পড়লে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়। সকাল কিছুটা সূর্যের আলো দেখা গেলে তা আবার পরক্ষণেই ঝাঁপসা হয়ে যায়। এমতাবস্থায় উভয়ঘাটে ৪টি ফেরি নোঙ্গর করে রাখা হয়ে। আর ৯টি ফেরি মাঝ পদ্মার বিভিন্ন চ্যানেলে নোঙ্গর করে রাখা হয়েছে। তবে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/এমএস