চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ সোহেল রানা মবিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।সোহেল রানা সদর উপজেলার মহারাজপুর জোড়া বকুলতলা গ্রামের কুতুবুল ইসলামের ছেলে।চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সোহেল রানার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ছয় হাজার পিস ইয়াবাসহ সোহেল রানাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।মোহা. আব্দুল্লাহ/আরএআর/এমএস