মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পৌর সুপার মার্কেট এলাকায় দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে সহস্রাধিক কম্বল বিতরণ করেছে স্থানীয় সামাজিক কল্যাণমুখী বেসরকারি প্রতিষ্ঠান একই বৃত্তে পঁচিশ। শনিবার দুপুর ১২টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।সংগঠনের সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল আহম্মেদ বিপ্লব, সংগঠনটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর বিন সামাদ, কোষাধ্যক্ষ সালাম হাজারি, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হোসেন, দফতর সম্পাদক মুহা. কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম