মুন্সিগঞ্জের মানিকপুর এলাকা থেকে মো. আকাশ (২৬) নামের এক যুবককে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।শনিবার বিকাল ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে মধ্য কোর্টগাঁও এলাকার মো. খোকার ছেলে। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, এস আই রকিবুল হাসান মানিকপুর এলাকায় ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার করতে গেলে মো. আকাশ দৌড়ে পালাতে চেষ্টা করে। এসময় তল্লাশি চালিয়ে জাপানি পিস্তলসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ভবতোষ চৌধুরী নুপুর/এএইচ/এমআরএম