সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৫-১৬ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন শুরু হচ্ছে রোববার। সুপ্রিমকোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতটি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে।সুপ্রিমকোর্ট বারের তত্ত্বাবধায়ক নিমেষ চন্দ্র দাস জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টা থেকে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে মোট ৪ হাজার ৩৬২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুপ্রিমকোর্ট বার নির্বাচন সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট হারুনুর রশীদ।নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্ব›দ্বীতা করছেন। সুপ্রিমকোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের সমমনা রাজনৈতিক দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত ও তাদের সমমনা রাজনৈতিক দল সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেলের মধ্যেই প্রতিদ্ব›দ্বীতা হবে।এএইচ/পিআর