কিশোরগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৩তম জন্মদিন।এ উপলক্ষে রোববার দুপুরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আ ন ম নওশাদ খানের সভাপতিত্বে জন্মদিনের আলোচনা সভায় কলেজের উপাধ্যক্ষ ডা. পিয়ারা বেগম, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. শাহ আজিজুল হক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।পরে কেক কেটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মদিন পালন করা হয়।উল্লেখ্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশের ২০তম রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ওই এলাকা থেকে তিনি পর পর সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।নূর মোহাম্মদ/এফএ/এমএস