দেশজুড়ে

মাঝ নদীতে ১৫ ফেরি আটকা

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে মধ্যরাত থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে প্রায় ১৫টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে।জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়ায় কুয়াশায় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙ্গর করে আছে ৭টি ফেরি। দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ যানবাহন।বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ কারণে পাটুরিয়া-দৌলতদিয়া উভয় প্রান্তে নৈশকোচসহ প্রায় ৫ শতাধিক যানবাহন পারপারের অপেক্ষায় রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে।এদিকে, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় পণ্য ও যাত্রীবাহী প্রায় ২ শতাধিক যানবাহন নিয়ে আটকা রয়েছে ৮টি ফেরি।রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় কুয়াশার প্রভাব বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক গিয়ানউদ্দিন পাটোয়ারী জানান, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ও ফেরিতে থাকা বিকন বাতি পথ দেখাতে অক্ষম হয়ে পড়লে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়। তবে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।এফএ/এমএস