জাতীয়

নিয়ন্ত্রণে দিলকুশার বহুতল ভবনের আগুন

ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ১৪ ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মতিঝিলে দিলকুশার আমানউল্লাহ ভবনে লাগা আগুন। রোববার ভোর ৫টা ৪০ মিনিটে ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইন্সেপেক্টর মোহাম্মদ আলী। তিনি জানান, ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়েছিল। তবে শেষপর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনই ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।এর আগে শনিবার বিকাল ৩টা ২০ মিনিটের দিকে ৬৩ দিলকুশার মিয়া আমান উল্লাহ ভবনের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। দ্বিতীয় তলার পুরো অফিস কক্ষটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে তা তৃতীয় এবং চতুর্থ তলাতেও ছড়ায়।আগুন নিয়ন্ত্রণে না আসায় রাত সাড়ে ১০টার দিকে ভেন্টিলেশন পদ্ধতি ব্যবহার শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।এদিকে, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ (৫০) চারজন আহত হয়েছেন। রফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত অন্য তিনজন হচ্ছেন দমকলকর্মী এফ ও আজাদ, স্বেচ্ছাসেবক কাজী আনোয়ার হোসেন ও জাকারিয়া আহমেদ। তারা ঘটনাস্থলেই রেডক্রিসেন্ট মেডিকেল টিমের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করেছে মতিঝিল থানা পুলিশ, র‌্যাব, ও ওয়াসার কর্মীরা। এছাড়া তাদের সঙ্গে যোগ দিয়েছেন ইউনুস টাওয়ারের নিজস্ব ফায়ার কর্মীরা।ভবনটিতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, পঞ্চম তলায় ইসলামী ব্যাংক ছাড়াও প্রাইম ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয় রয়েছে।এসআরজে