বাহরাইনে একটি কারাগারে বন্দুকধারীরা হামলা চালিয়ে ১০ বন্দিকে ছিনিয়ে নিয়েছে। সেসময় এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে হামলাকারীরা। খবর বিবিসির।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ছিনিয়ে নেওয়া বন্দিরা সাজা পাওয়া আসামি। তারা নিজেদের অপরাধ স্বীকার করে নেওয়ার পর তাদের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কারাগারের আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। ওই ঘটনায় আরো এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। চার থেকে ছয়জন বন্দুকধারী কারাগারে হামলা চালিয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে।টিটিএন/এমএস