দেশজুড়ে

সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সরাইল উপজেলার কুট্টাপাড়া ও সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড়ে দফায় দফায় চলে এ সংঘর্ষ। তবে সংঘর্ষে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।এদিকে, সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মহাসড়কের দুই পাশের কয়েক কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে লোকাল বাসের ভাড়া কম-বেশি নেয়াকে কেন্দ্র করে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের কালু মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী খাঁটিহাতা গ্রামের দুখু মিয়ার বাকবিতণ্ডা হয়। এ ঘটনায় ওইদিন দুপুর পৌনে ১২টার দিকে খাঁটিহাতা ও কুট্টাপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরই জের ধরে সোমবার বেলা ১১টার দিকে দুই গ্রামের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষকারীরা ঢাকা-সিলেট মহাসড়কে উঠে পড়লে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষকারীরা মহাসড়ক থেকে সরে গেলে দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম