দেশজুড়ে

মাদারীপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

মাদারীপুর সদর উপজেলায় এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি শেষে চলে যাওয়ায় সময়ে এক ডাকাত গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন।রোববার ভোররাতে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, নিহত ডাকাত সদস্যের নাম লোকমান খা (৩৫)। তিনি সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের গোলাপ খায়ের ছেলে।পুলিশ জানায়, রাত আনুমানিক ৩টার দিকে ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ২০/২৫ জনের ডাকাত দল সৌদি প্রবাসী আরবিজ মাতুব্বরের ঘরের ভিতরে প্রবেশ করে আরবিজকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে বেঁধে ফেলে। এ সময় তার মা আনোয়ারা বেগম ও স্ত্রীকেও বেঁধে আঘাত করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ঘরে থাকা ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়।পরে বাড়ির পাশের মসজিদের মাইক দিয়ে গ্রামবাসীকে খবর দিলে তারা ছুটে এসে ডাকাত সদস্য লোকমানকে ধরে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।এমজেড/বিএ/আরআইপি