তথ্যপ্রযুক্তি

হোস্টপেয়ার এখন এক্সনহোস্ট

দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান পার্পল আইটি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হোস্টপেয়ার এলএলসি ট্রেড মার্ক জটিলতায় নতুন নামকরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন নাম এক্সনহোস্ট (ExonHost)।কোম্পানিটির বর্তমান পরিচালনা পর্ষদ দ্বারাই ১ জানুয়ারি থেকে এ নতুন নামে পরিচালিত হচ্ছে। শুধুমাত্র নাম পরিবর্তন ছাড়া কোম্পানির অন্য কোন কিছুতে পরিবর্তন আনা হয়নি। প্রতিষ্ঠানটির নতুন ওয়েবসাইট হচ্ছে www.exonhost.com।জানানো হয়, নাম পরিবর্তনের ফলে এখন থেকে সকল ইনভয়েসেও নতুন নাম যুক্ত হবে। ক্রেতা সাধারণকে নাম পরিবর্তনের জন্য ভীত না হওয়ার জন্য অনুরোধও জানানো হয়। -বিজ্ঞপ্তিআরএস/আরআইপি