দেশজুড়ে

নীলফামারীতে জামায়াতের ৮ জনসহ গ্রেফতার ২১

নাশকতার চেষ্টার অভিযোগে নীলফামারীর ছয় উপজেলায় সোমবার রাতে অভিযান চালিয়ে জামায়ত শিবিরের ৮ নেতাকর্মীসহ আদালতের ওয়ারেন্টভুক্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেফতার জামায়াত কর্মীরা হলেন, ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের মজিবর রহমানের ছেলে বাবুল ইসলাম (৩৮), আকবর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪২), ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর গ্রামের আব্দুল হালিম (৩৮), জলঢাকা উপজেলার শৈলমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া চেংমারী গ্রামের মোনায়েম হোসেন (৪০), দক্ষিণ দেশবাই গ্রামের গোলাম রাব্বানী (৪৫), একই গ্রামের শিবির কর্মী মোনায়েরুল ইসলাম (২৫), সৈয়দপুর উপজেলার লক্ষণপুর গ্রামের জামায়া কর্মী দেশারুতুল্লাহ (৫৫) ও একই এলাকার জয়নাল আবেদিন (৬০)। এছাড়া ডিমলা থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন মামলায় পূর্ব ছাতনাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বদিউজ্জামানকে (৩৮) গ্রেফতার করেছে। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন জাগো নিউজকে বলেন, নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থান থেকে সোমবার রাতে অভিযান চালিয়ে ৮ জামায়াত শিবির কর্মীসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।          জাহেদুল ইসলাম/এফএ/জেআইএম