সরকারি কাজে বাধাদান ও নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদল নেতা বুলবুলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টায় সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বুলবুল সেখ (২৬) সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লার আব্দুলাহ সেখের ছেলে। সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পরেশ চন্দ্র মহন্ত এ তথ্য নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধাদান ও নাশকতার ৪টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বুলবুল সেখের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ আল কায়েস।ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম