শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু বলেছেন, দেশের কৃষি শ্রমিকদের অধিকার সম্পর্কে সরকার সচেতন রয়েছে এবং তাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। বর্তমানে কৃষি শ্রমিকরা কৃষকদের চেয়েও অনেক ভালো আছেন।রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মজিবুল হক চুন্নু বলেন, দেশের কৃষক ও কৃষি শ্রমিকদের জন্য সরকার শ্রম আইনের বিধান অনুযায়ী যা যা করা দরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। ভূমির সঠিক ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কৃষক ও কৃষি শ্রমিকদের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকারের যেসব উদ্যোগ রয়েছে তা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।কৃষি শ্রমিকদের জন্য শোভন কাজ নিশ্চিতকরণ শীর্ষক জাতীয় এই গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট শ্রমিক নেতা ও বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের সভাপতি আবদুস সালাম খান।ওশি ফাউন্ডেশন ও বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন- শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।আরএস/পিআর