দেশজুড়ে

সিরাজগঞ্জে গ্রেফতার জেএমবি নেতাদের সাক্ষ্যগ্রহণ

সিরাজগঞ্জে গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীনের (জেএমবি) চার নারী সদস্য ও কেন্দ্রীয় শীর্ষ পাঁচ নেতার উপস্থিতিতে চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাসানের আদালতে চার নারী জেএমবি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. ইমান আলীর আদালতে জেএমবির শীর্ষ পাঁচ নেতার উপস্থিতিতে পৃথকভাবে এ সাক্ষ্যগ্রহণ করেন আদালত।তারা হলেন- নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবির) প্রধান সমন্বয়ক আব্দুল নুর, এহসার সদস্য নুরুজ্জামান আরিফ, গায়েবে এহসার সদস্য আবুল কালাম আজাদ, ফারুক আহম্মেদ ও নুর ইসলাম সাগর, (জেএমবি) নারী সদস্য নাদিরা খাতুন তাবাজ্জুম, হাবিবা আক্তার মিশু, রুনা বেগম ও রোমানা আক্তার।সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সিরাজুল হক এবং ইব্রাহিম খলিল ইমন এ তথ্য নিশ্চিত করেছেন।২০১৬ সালের ২৩ জুলাই সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লা থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, ককটেল ও গ্রেনেড তৈরির সরঞ্জামসহ জেএমবির চার নারী সদস্যকে গ্রেফতার করে সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ। অপরদিকে ২০১৪ সালের ৩১ অক্টোবর শুক্রবার রাতে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম পাড়ের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে শহীদ এম মনসুর আলী স্টেশন থেকে জেএমবির এ পাঁচ শীর্ষ নেতাকে গ্রেফতার করে র‌্যাব-১২ এর সদস্যরা। এ ঘটনায় র‌্যাব-১২ ও সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) বাদী হয়ে মামলা করে। এসব মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। ইউসুফ দেওযান রাজু/এএম/আরআইপি