কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম তালুকদারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী।মিথ্যা হত্যা মামলায় জড়ানো ও ক্রসফায়ারে হত্যার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করায় ব্যবসায়ী আশরাফুল আলম বিজন এ মামলা করেন। মামলায় একই থানার এসআই এম নইমূল ইসলামকেও আসামি করা হয়েছে।মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের ২নং জুডিশিয়াল আদালতে মামলাটি করেন তিনি। মামলার বাদী আশরাফুল আলম বিজন ভৈরব পৌর এলাকার ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল হক মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত বছরের ১০ আগস্ট রাতে ভৈরব থানা পুলিশ ব্যবসায়ী আশরাফুল আলম বিজনকে থানায় ধরে আনে। এসময় ওসি তাকে একটি হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তি দিতে চাপ দেয়। তিনি এ ঘটনায় জড়িত নন বলে দাবি করলে ওসি বদরুল আলম তালুকদার তাকে ক্রসফায়ারে হত্যার হুমকি দেন। একপর্যায়ে বিজনকে কিলঘুষি ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন ওসি। এসময় দরজা বন্ধ করে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। চাঁদা দিতে অস্বীকার করায় বিজনকে ওই মামলায় আদালতে চালান দেয়া হয়।নূর মোহাম্মদ/এমএএস/আরআইপি