পাখির অভয়াশ্রম ও নিরাপদ আবাসস্থল সুরক্ষায় নড়াইলে পাখিমেলার আয়োজন করা হয়েছে। রোববার বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে আয়োজিত এ পাখিমেলা চলবে সোমবার সন্ধ্যা পর্যন্ত।ট্যুরিজম রির্সোট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ট্রিয়াব) এর উদ্যোগে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের সহযোগিতায় এ পাখি মেলার আয়োজন করা হয়।ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন আহমেদ বলেন, বছরের নয় মাস ধরে অরুণিমায় দেশের বিভিন্ন প্রজাতির পাখিদের মিলনমেলা ঘটে। পাখির অভয়াশ্রম হিসেবে এই অবকাশ কেন্দ্রটি দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছে। পাখি নিধন বন্ধে এখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখায় অরুণিমা পাখিদের অভয়াশ্রমে পরিণত হয়েছে বলে তিনি জানান। মেলা দর্শণার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।এসএইচএ/আরআই