দেশজুড়ে

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের কড়াই গ্রামে এই প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়।ঘোড়দৌড় প্রতিযোগিতায় ফুলবাড়ী উপজেলাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে ৩০ জন খেলোয়াড়, তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেতদিঘী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বাবু, ও খেলাটির প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী আজম মন্ডল রানা। শিক্ষক সমিতির নেতা তমিজুল ইসলাম রকেট, পুখুরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় উপভোগ করার জন্য আশপাশ এলাকা থেকে প্রায় অর্ধ-লাখ নারী-পুরুষ সেখানে ভিড় জমায়। এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি