দেশজুড়ে

ভিশন-২১ বাস্তবায়নের পথে

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ সফলভাবে বাস্তবায়নের পথে এগিয়ে চলছে। অচিরেই বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। মঙ্গলবার পিরোজপুরের কাউখালীর মুজিব চত্বরে জেপি আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ এবং নগদ অর্থ ও ৮৩৫ জনের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবির, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জান মিঠু, জেপির উপজেলা সভাপতি মাস্টার মাহাবুবুর রহমান, সদর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ মনু, আমরাজুড়ী চেয়ারম্যান সামসুদ্দোহা চান প্রমুখ। হাসান মামুন/এআরএ/আরআইপি