দেশজুড়ে

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সিরাজগঞ্জের বেলকুচি, তাড়াশ ও সলঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনি ও দুই বৃদ্ধসহ চারজন নিহত হয়েছেন। এ সময় অন্তত তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। বুধবার দিনের পৃথক সময় এসব দুর্ঘটনা ঘটে।বেলকুচি থানা পুলিশেরর ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোসাদ্দেক আলী জানান, বেলা আড়াইটার দিকে সুবর্ণসাড়া এলাকায় পার্শ্ব মাটির রাস্তা থেকে হেঁটে সড়কে ওঠার সময় সিরাজগঞ্জ থেকে বেলকুচিগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধ লিয়াকত আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় তিন মোটরসাইকেল আরোহী আহত হন। অপরদিকে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, বিকেল সাড়ে ৩টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কে সলঙ্গার দবিরগঞ্জ এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী বাসের ধাক্কায় দাদি-নাতনি ঘটনাস্থলে মারা যায়। নিহতরা হলেন- সলঙ্গার বেতুয়া গ্রামের জাহের আলীর স্ত্রী রাশিদা খাতুন ও তার নাতনি শিশু ইমা জাহান। এছাড়া ভোরে একই মহাসড়কের মহিষলুটি এলাকায় ফরিদ নামে এক মানসিক প্রতিবন্ধী অজ্ঞাতনামা একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস