দেশজুড়ে

পটুয়াখালীতে ছাত্রলীগের অনুষ্ঠানে চেয়ার ছোড়াছুড়ি

গলাচিপায় ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান চলাকালে কলেজ ছাত্রলীগের বাপ্পি ও সাকিল নামের দুই কর্মীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সভাস্থলে সংঘর্ষ ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এরপর শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি।এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এতে বাপ্পি ও ছাবের নামের দুই ছাত্রলীগের কর্মী আহত হন। গুরুতর আহত হওয়ায় বাপ্পিকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার সকাল ১০টায় স্থানীয় পৌরমঞ্চে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফরিদ আহসান কচিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আখম জাহাঙ্গীর হোসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সামসুজ্জামান লিকন ও সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে সংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস