ফরিদপুরের আলফাডাঙ্গায় ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে মুক্তার নামে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছেন ৪ জন। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ১১টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে ফরিদপুর সদর সার্কেল এএসপি মো. কামরুজ্জামান জানান, রোববার রাত সাড়ে ৯ টার সময় জেলার আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি সময় হাতবোমা বিস্ফোরণে এক ডাকাত গুরুত্বর আহত হয়। তিনি আরো বলেন, এ ঘটনার পর এলাকাবাসী আরো ৪ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আলফাডাঙ্গায় গভীর রাতে অভিযান চালানোর সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপর গুলি ছোড়ে। এ সময় বন্দুকযুদ্ধে মুক্তার হোসেন নামের এক ডাকাত নিহত হয়। জানা যায়, মুক্তার হোসেন আলফাডাঙ্গার কোনা গ্রামের আক্তার ডাকাতের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান, একটি বিদেশী পিস্তল ও ১১টি হাতবোমা উদ্ধার করেছে। আহত ডাকাতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও আালফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এমজেড/এআরএস/এমএস