দেশজুড়ে

সাভারে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু

সাভারে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার (৭০) মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জোরতপুল এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান, রাত সাড়ে ১১টার দিকে জোরতপুল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এসময় হেমায়েতপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।ঘাতক ট্রাকটির চালককে আটক করার চেষ্টা চলছে বলে জানান ওসি মোতালেব মিয়া।এমজেড/এমএএস/এমএস