ঘন কুয়াশায় বন্ধ থাকার সাড়ে ৫ ঘণ্টা পর পদ্মার তিন নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শরু হয়। এর আগে ভোর ৬টার দিকে কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কাটতে থাকলে পদ্মায় নোঙর করা ফেরিগুলো শিমুলিয়া ঘাটে আসতে শুরু করে এবং ঘাট থেকে ফেরি ছাড়া হয়। এর আগে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।মাওয়াস্থ বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলিম জানান, ভোরের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ও ফেরিতে থাকা বিকন বাতি পথ দেখাতে অক্ষম হয়ে পড়লে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়। তবে সাড়ে ১০টায় কুয়াশার কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়।অপরদিকে, প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর (ইব্রাহিমপুর)-চাঁদপুর (হরিণা ঘাট) নৌ-রুটে বেলা ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়।বিআইডব্লিউটিসির ইব্রাহিমপুর ঘাট টার্মিনাল অ্যাসিসটেন্ট রেজাউল করিম রাজু জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চালচাল বন্ধ করা হয়েছিল তবে কুয়াশার তীব্রতা কমে গেলে বেলা ১১টার দিকে আবার ফেরি চলাচল শুরু হয়।এফএ/জেআইএম