কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির ডাকে জয়পুরহাটে পুলিশি বাধার মুখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।বৃহস্পতিবার বেলা ১১টায় `গণতন্ত্র হত্যা দিবস` পালন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। কিন্তু রেলগেট পার হলে পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশি বাধা অতিক্রম করে মিছিলটি সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ১ রাউন্ড ফাকা গুলি চালালে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে বিক্ষোভ মিছিলটি জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় যোগ দেয়। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহ-সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা যুবদলের সভাপতি সেলিম রেজা ডিউক, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ কবির শুভ্র, অধ্যক্ষ সামছুল হক, মুশফিকুর রহমান বুলুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।তবে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হতে পারে বলেও তিনি জানান।রাশেদুজ্জামান/এফএ/জেআইএম