দেশজুড়ে

বিশৃঙ্খলাকারীদের বাংলার মাটিতে ঠাঁই হবে না

বিশৃঙ্খলাকারীদের বাংলার মাটিতে ঠাঁই দেয়া হবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার দুপুরে চিরিরবন্দর উপজেলা চত্বরে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, সন্ত্রাস, নাশকতা, ভোটকেন্দ্র পুঁড়িয়ে দিয়ে বিএনপি-জামায়াত গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল। কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। হত্যা, সন্ত্রাস ও নাশকতা করে এই উন্নয়নের গতি ঠেকানো যাবে না। কারণ জনগণ এখন উন্নয়নের পক্ষে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক মো. আজিমউদ্দিন গোলাপ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত শাহ প্রমুখ।এমদাদুল হক মিলন/এআরএ/এমএস