বগুড়ায় ইসরাইল হক সরকার নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে বগুড়া শহরতলীর মানিক দাইর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ইসরাইল হক বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এ ব্যাপারে শুক্রবার সকালে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।স্থানীয়রা জানান, এলাকায় বালুর ব্যবসা ও ইট ভাটায় মাটি সরবরাহ নিয়ন্ত্রণ নিয়ে ইসরাইলের সঙ্গে অপর একটি গ্রুপের বিরোধ সৃষ্ট হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে এসব নিয়ন্ত্রণ করতেন ইসরাইল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে মানিক দাইর ব্রিজ এলাকায় ইসরাইলকে একা পেয়ে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা তাকে রামদা দিয়ে উপর্যুপরী কুপিয়ে জখম করে।পরে স্থানীয়রা গুরুতর ইসরাইলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু হয়েছে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।এআরএ/পিআর