সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক প্রকাশ চন্দ্র (৩২) নামে এক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি। শুক্রবার সন্ধ্যায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ (পিএসি) বিষয়টি নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক সীমানা পিলার ১২১৬ এর সন্নিকটে নারায়ণতলা এলাকায় সন্ধ্যা ৬টা ২০মিনিট থেকে ৭টা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠকে উপস্থিত বিএসএফ-১১ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে ওই বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, শুক্রবার দুপুর ১২টার দিকে নারায়ণতলা এলাকা দিয়ে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এসময় তার গতিবিধি সন্দেহজনক হলে টহলরত বিজিবি সদস্যরা একটি আগ্নেয়াস্ত্র ও ওয়্যারলেসসহ তাকে আটক করে। এরপর তাকে নারায়ণতলা বিওপিতে (বর্ডার অবজারভেশন পোস্ট) নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।রাজু আহমেদ রমজান/এআরএ/পিআর