রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে মোঃ দেলোয়ার হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে ৩ টি গরু। এ সময় তার ২ টি বসতঘরও পুড়ে গেছে। এতে সর্বশান্ত হয়ে গেছে তার পরিবার। সোমবার গভীর রাত ২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ দেলোয়ার হোসেনের। দেলোয়ার নিমতলা গ্রামের গণি মিয়ার ছেলে। দেলোয়ার হোসেন জানান, সোমবার গভীর রাতে বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়।এ সময় আগুন দ্রুত বসত ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে গোয়াল ঘরসহ আমার ৩ টি গরু পুড়ে মারা গেছে। বসত ঘরে থাকা নগদ ৭ হাজার টাকা,আসবাবপত্র, জামা কাপড়,বই, খাতাসহ সব পুড়ে গেছে। এখন আমাদেরকে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে। রাজবাড়ী ফায়ার ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ ফজলুল হক মন্ডল জানান, রাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধরণা করা হচ্ছে।এমজেড/আরআইপি