দেশজুড়ে

সুন্দরবনের নোয়া বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ

পটুয়াখালীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে নোয়া বাহিনীর ১২ সদস্য আত্মসমর্পণ করেছেন।শনিবার দুপুর ১টার দিকে কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেট মাঠে আনুষ্ঠানিকভাবে এই আত্মসমর্পণের আয়োজন করে র‌্যাব-৮।আত্মসমর্পণকারীরা হলেন, বাগেরহাটের নোয়া বাহিনীর প্রধান বা‌কি বিল্লাহ ওর‌ফে নোয়া মিয়া (৩৭), মো. মনিরুল শেখ (৩৮), মো. মানজুর মোল্লা রাঙ্গা (৪২), মো. মুক্ত শেখ (৩৭), মো. ত‌রিকুল শেখ (৬০), মো. আকবর শেখ (৪২), মো. কিব‌রিয়া মোড়ল (৪০), মো. জাহাঙ্গীর শেখ ওর‌ফে মেজ ভাই (৪৮), মো. ইউনুস শেখ ওর‌ফে দুলাল ঠাকুর (৪০), মো. মিলাদুল মোল্লা ওর‌ফে কালু ডাকাত (২৮), মো. মোশা‌রেফ হো‌সেন (৩৭) ও মো. আল আ‌মিন সিকদার (৫০)।এসময় মন্ত্রী বলেন, সুন্দরবনকে নিরাপদ করতে র‌্যাব, পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা কাজ করে যাচ্ছে। এখনও যেসব জলদস্যুরা সক্রিয় রয়েছে তারা আত্মসমর্পণ না করলে তাদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।অনুষ্ঠানে বিশেষ হিসেবে অতিথি হিসেবে র‌্যাবের মহাপরিচালক মো. বেনজীর আহমেদ এবং র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার উজ জামানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।মহিব্বুল্লাহ্ চৌধুরী/এআরএ/আরআইপি