সরকারি ও বেসরকারি সহযোগিতায় দেশের উন্নয়ন কাজ এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেছেন, সবাইকে দেশ থেকে বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে একযোগে কাজ করতে হবে। মনে রাখতে হবে পরিবার, সমাজ, দেশের উন্নয়নে নারীদের ভূমিকা প্রশংসনীয়। শনিবার বিকেলে সিরাজগঞ্জের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপির ২৫ বছর পূর্তি উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে সরকার এবং এনজিওর ভূমিকা গুরুত্বপূর্ণ। এনডিপি সরকারের পাশাপাশি দেশের ৬টি জেলায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছেন। দরিদ্রদের কল্যাণে যে ঋণ দেয়া হয় সেই ঋণ যেন সঠিকভাবে ব্যবহার হয় সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। এনডিপিতে ৭ শতাধিক নিবেদিত প্রাণ কর্মীর মধ্যে প্রায় ৪০ ভাগ নারী কর্মরত রয়েছেন। এটা অত্যন্ত প্রশংসনীয়। আগামীতে এনডিপি ৫০ বছর পূর্তি উৎসব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শাহীনা খাতুন, বাংলাদেশের সহকারী এ্যাটর্নী জেনারেল অ্যাড. শহীদুল ইসলাম খান, হেইফার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর সিদ্দিকুর রহমান প্রমুখ।ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/আরআইপি