দেশজুড়ে

রাজবাড়ীতে ২২ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

রাজবাড়ী জেলা সদরের অালীপুর ইউনিয়নের অালাদীপুরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতির স্মরণে ২২ দিনব্যাপী ২০তম বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অালাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন হয়। ২০ তম বিজয় মেলার উদ্বোধন করেন অালীপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ বীর মুক্তিযোদ্ধারা।মেলার উদ্বোধন শেষে চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, অালীপুর ইউন্নসি ছাত্র ফোরামসহ উপস্থিত সবাই ৭১’র সালে মহান মুক্তিযোদ্ধে শহীদদের স্বরণে অস্থায়ী স্মৃতি সৌধে  শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক অালোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।এতে বিজয় মেলা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব অালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিজয় মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও অালীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত হাসান, বীর মুক্তিযোদ্ধা ইউছুফ অালী খান, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য নাজমুল হাসান মিন্টু, অালাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাবুল বাশার, অালীপুর ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য অাব্দুল জব্বার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাসেম মৃধা, অালীপুর ইউপি ছাত্র ফোরামের অাহ্বায়ক সলেমান খলিফা।এছাড়া স্থানীয়রাসহ অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনী সভা শেষে অাপন শিল্পগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলার নিরাপত্তার স্বার্থে মেলা এলাকাজুড়ে ১০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।রুবেলুর রহমান/এএম