সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয় ট্রাকচালককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বুগং এ আদেশ দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার আয়নাল সেখের ছেলে ট্রাকচালক হাসান আলী (৪০), মজিদ সেখের ছেলে সুমন (২৫), হারুন সেখের ছেলে হারেজ (৩২), নূরুজ্জামানের ছেলে রতন (৩৫), আব্দুস সামাদের ছেলে বুদ্দু (৩৮) ও লাল চান সেখ (৪২)।সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরের দিকে পৌর এলাকার শহর রক্ষা বাধের বিয়ারা ঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছয় ট্রাকচালককে হাতেনাতে আটক করা হয়। বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডাদেশ দেন। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ব্রেনজন চাম্বুগং জানান, অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগে মাটি ও বালুমহাল ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫/১ ধারায় দোষীদের সাজা দেয়া হয়েছে। ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি