আন্তর্জাতিক

আদালতে বসে পর্ন দেখার অভিযোগে বিচারক বহিষ্কার

ব্রিটেনে আদালতের কম্পিউটারে বসে পর্ন দেখার অভিযোগে বহিষ্কার করা হল তিনজন বিচারককে। লন্ডনের ডিস্ট্রিক্ট জাজ টিমোথি বোলস, ইমিগ্রেশন জাজ ওয়ারেন গ্রান্ট ও ডেপুটি ডিস্ট্রিক্ট জাজ পিটার বুলককে অফিস থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালন না করার অভিযোগ আনা হয়েছে।আরও এক বিচারকের বিরুদ্ধে এধরণের অভিযোগ আনা হলে তিনি নিজেই পদত্যাগ করেন। এখন ঐ ঘটনার তদন্ত চলছে।এসআরজে