আন্তর্জাতিক

পাওয়া গেছে `দোন কিয়োতে` স্রষ্টা সারভান্তেসের কবর

হাওয়ার সঙ্গে লড়াই করা বিখ্যাত চরিত্র দোন কিয়োতে’র স্রষ্টা স্পেনের কিংবদন্তির লেখক মিগুয়েল দে সারভান্তেস-এর কবর খুঁজে পাওয়া গেছে। তার মৃত্যুর চারশ` বছর পর মাদ্রিদের এক কনভেন্টের কবর থেকে তার দেহাবশেষ পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। সারভানতেস মারা গিয়েছিলেন ১৬১৬ সালে, এবং তাকে কবর দেয়া হয়ছিল একটি কনভেন্ট স্কুলে, এটাই এতদিন সবার জানা ছিল। কিন্তু সেখানে একটি গীর্জার পুণর্নিমাণ কাজের সময়, তার কফিনটি আরেকটি ভবনে সরিয়ে ফেলা হয় এবং তারপর তা হারিয়ে যায়। গত কয়েক শতাব্দীতেও আর জানা যায় নি যে কফিনটির ভাগ্যে এর পর কি হয়েছিল। ফরেনসিক বিজ্ঞানীরা বলছেন, জায়গাটিতে খননকাজ চালিয়ে তারা যা তথ্য পাচ্ছেন তাতে মনে হচ্ছে যে আরো কয়েকটি মৃতদেহের সাথে সারভান্তেসেরও কিছু হাড় পেয়েছেন তারা। সেখানে একটি কফিন পাওয়া গেছে, যার ওপর মিগুয়েল সারভান্তেসের আদ্যক্ষর `এম সি` লেখা ছিল। এখানে সারভান্তেসের সাথে তার স্ত্রী এবং অন্যান্যদের দেহাবশেষও আছে বলে বলছেন তারা। তারা বলছেন ডিএনএ এবং অন্যান্য পরীক্ষা করে তারা সারভান্তেসের হাড়গুলো আলাদা করার চেষ্টা করবেন। তবে তা সহজ হবে না এমন কথাও বলা হচ্ছে। সনাক্ত করার পর সারভান্তেসকে একই জায়গায় পূর্ণ সম্মানের সাথে আবার সমাহিত করা হবে বলে বলেছেন বিজ্ঞানীরা। সারভান্তেসের জন্ম ১৫৪৭ সালে। ১৬০৫ এবং ১৬২৫ সালে দুই পর্বে প্রকাশিত তার ‘দ্য ইনজেনিয়াস জেন্টলম্যান দোন কিয়োতে অব লা মাঞ্চা’ উপন্যাসটি পৃথিবীর সর্বাধিক পঠিত বইগুলোর একটি বলে মানা হয়।এসআরজে